মাগুরায় উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা
আগামী ৩০ মে অনুষ্ঠিতব্য মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বৃহস্পতিবার মাগুরা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহ করা ৯ জন প্রার্থীর মধ্যে বিকাল ৫টা পর্যন্ত ৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) আব্দুল ওয়াহাব, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা, বিএনএফ এর জেলা সাধারণ সম্পাদক কেএম মোতাসিম বিল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম, স্বতন্ত্র প্রার্থী এটিএম মহব্বত আলী, অ্যাড. মাহবুবুল আকবর কল্লোল, মাগুরা পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায় ও খান আক্তারুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত ৯ মার্চ এ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার এমএস আকবরের মৃত্যু হলে আসনটি শূণ্য হয়।
মাগুরা সদরের ৯ টি ও শ্রীপুর উপজেলা ৮ টি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদে-৯১ মাগুরা-১ আসন গঠিত। মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৫৫। পুরুষ ১ লাখ ৬০ হাজার ৭২৩। মহিলা ভোটার ১ লাখ ৬৩ হাহার ৩৩২। মোট ভোট কেন্দ্র ১৪০।
মো: আরাফাত হোসেন/এমজেড/পিআর