ভেতরে বসার পরিবেশ নেই, তাই বাইরে


প্রকাশিত: ০৩:২২ পিএম, ৩০ এপ্রিল ২০১৭

কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলার কালীগঞ্জ উপজেলার ইশোরকোল পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে করে বিদ্যালয়টির ভেতরে বসার কোনো পরিবেশ আর নেই। তবুও গত দুই দিন ধরে খোলা আকাশের নিচে প্রথম সাময়িক পরীক্ষা দিচ্ছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে দেখা যায় ৫ম শ্রেণির শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে চারুকলা বিষয়ে পরীক্ষা দিচ্ছে।

জানা গেছে, গত শুক্রবার রাতে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ইশোরকোল পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড ঘরটি উপড়ে পড়ে যায়। নিরুপায় হয়ে খোলা আকাশের নিচে পরীক্ষা গ্রহণ করতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম, তারেক, জনিসহ অনেকেই জানায়, শনিবার সকালে এসে দেখি আমাদের বিদ্যালয়টি উল্টে গেছে। তাই বিজ্ঞান ও চারুকলা পরীক্ষা মাঠে দিয়েছি। স্যারদের বলেছি বিদ্যালয়টি যেন তাড়াতারি ঠিক করে দেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে স্কুলে শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা চলছে। তাই নিরুপায় হয়ে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তিনি ঘরটি মেরামত করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস বলেন, ঝড়ে আমাদের উপজেলায় দুইটি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয় দুইটি পরিদর্শনের জন্য লোক পাঠিয়েছি দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

রবিউল হাসান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।