নড়াইলে মহিলা জামায়াতের আমিরসহ আটক ৩৭


প্রকাশিত: ০২:২৫ এএম, ০১ মে ২০১৭
প্রতীকী ছবি

নড়াইল জেলা মহিলা জামায়াতের আমির হোসনে আরা বানুসহ সংগঠনটির ৩৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত সোয়া ৯টার দিকে নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামে হোসনে আরার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বলেন, ভওয়াখালি গ্রামের আশেক এলাহীর বাড়িতে জেলা মহিলা জামায়াতের বৈঠক চলছে- এমন খবরে পুলিশ বাড়িটি ঘেরাও করে। এক ঘণ্টার মতো ঘেরাও করে রাখার পর ভেতরে প্রবেশ করে তল্লাশি চালিয়ে বিপুলসংখ্যক জিহাদি বই, জামায়াতের চাঁদা আদায়ের রশিদসহ ৩৭ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, মহিলা জামায়াতের জেলা আমির হোসনে আরার স্বামী আশেক এলাহী জেলা জামায়াতের আমির। অভিযানের সময় আশেক এলাহীকে বাড়িতে পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

হাফিজুল নিলু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।