চলনবিলে সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে : ত্রাণমন্ত্রী


প্রকাশিত: ১২:০৪ পিএম, ০১ মে ২০১৭

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, চলনবিলের মানুষ মাছ ও এক ফসলের ওপর নির্ভরশীল। এই এক ফসল যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মানুষের দুঃখের সীমা থাকে না। তাই চলনবিলের দুর্যোগ মোকাবেলায় একটি সাইক্লোন সেন্টার ও মুজিব কেল্লা নির্মাণ করা হবে।

সোমবার দুপুরে চলনবিলের দুর্গম এলাকা ডাহিয়া বাজারে ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

দুপুরে উপজেলার ডাহিয়া এলাকায় চলনবিলের ক্ষতিগ্রস্ত ৩০০ জন কৃষকের মাঝে নগদ ৫০০ টাকা এবং ৩০ কেজি চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী বলেন, চলনবিলের কৃষকরা যতদিন এই দুর্যোগ কাটিয়ে না উঠবে ততদিন তাদের মাঝে সরকার ত্রাণ বিতরণ অব্যাহত রাখবে।

জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা সচিব শাহ কামাল, নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ইউএনও মোহাম্মদ নাজমুল আহসান প্রমুখ।

উজান থেকে নেমে আসা ঢল আর বৃষ্টির পানিতে তলিয়ে চলনবিলের অন্তত দুই হাজার কৃষকের বোরো ধান তলিয়ে যায়। এরই অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে ৪ হাজার ২০০ জন কৃষকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

রেজাউল করিম রেজা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।