ঝিনাইদহে স্ত্রী কর্তৃক স্বামী খুন: লাশের সন্ধান দেড় মাস পর


প্রকাশিত: ০৩:৫০ এএম, ০৩ মে ২০১৫

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের গ্যারেজ মেকানিক রফিউদ্দিন নিখোঁজের ১ মাস ১৭ দিন পর তার লাশের সন্ধান পাওয়া গেছে। স্ত্রী ফাতেমা বেগম রফিউদ্দিনকে মিলের ই-টাইপ ১নং বিল্ডিং এর রুমের মধ্যে হত্যা করে। পরে তার লাশ কোয়ার্টারের সামনের একটি গোয়াল ঘরে পুতে প্লাস্টার করে দেয়।

এ ঘটনার পুলিশ রফিউদ্দিনের স্ত্রী ফাতেমা ও  মিলের ফায়ারম্যান আনিস নামের দু’জনকে আটক করেছেন।

এদিকে দীর্ঘদিন সুগারমিলের গ্যারেজ মেকানিক রফিউদ্দিন নিখোঁজের ঘটনায় মিল কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। তারই সূত্র ধরে পুলিশ গত কয়েকদিন যাবত ফাতেমা বেগমকে স্বামী নিখোঁজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। সে সময়ে তার কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া যায়। এরপর ফাতেমা কালীগঞ্জ থেকে মাগুরায় পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে ফাতেমাকে শনিবার রাতে আটক করে নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ফাতেমা তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্য মতে, মিলের কোয়াটারের ওই বিল্ডিংয়ের সামনের একটি গোয়াল ঘরের মধ্যে রফিউদ্দিনের লাশ পুতে রেখে তার উপর প্লাস্টার করা হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তাকে সাথে নিয়ে সেখান থেকে লাশ উঠানোর প্রস্তুতি চলছে। তবে এ হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আছে সেটা পরে জানা যাবে।

আরাফাতুজ্জামান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।