দাওয়াত না পাওয়ায় বিএনপির সভায় দু’গ্রুপের সংঘর্ষ


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ০৩ মে ২০১৭

ঝিনাইদহে বিএনপির প্রতিনিধি সভায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বুধবার সকালে ঝিনাইদহ শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে প্রতিনিধি সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা অধ্যাপক জয়নাল আবেদিন।

অনুষ্ঠান শুরু হলে দাওয়াত না পাওয়া জেলা বিএনপির নতুন কমিটির শৈলকুপার ১৭ জন নেতার সমর্থকরা কমিউনিটি সেন্টারের সামনে হট্টগোল শুরু করে।

এক পর্যায়ে তারা ভিতরে ঢুকতে গেলে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর ঢুকতে না পারা নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারে হামলা চালায়। তাদের ইট-পাটকেলে কমিউনিটি সেন্টারের জানালার কাচ ভেঙে ইট পড়তে থাকে। এসময় ভিতরে ইট ও কাচের আঘাতে আহত হয় ১৫ জন। তাদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, অনুষ্ঠান শুরু হলে জেলা বিএনপির এক গ্রুপ অ্যাডভোকেট আসাদুজ্জামানের নামে স্লোগান দিয়ে সমাবেশে ঢোকার চেষ্টা করে। সেসময় তাদেরকে ভিতরে ঢুকতে না দেয়ায় কমিউনিটি সেন্টারের সামনে তারা হট্টগোল শুরু করে। এক পর্যায়ে তারা কমিউনিটি সেন্টারে হামলা চলিয়ে ব্যাপক ভাঙচুর করে।

হামলায় ইটপাটকেলে কমিউনিটি সেন্টারের জানালার কাচ ভেঙে অন্তত ১৫ জন আহত হয়। এরপর মসিউর রহমান ও আসাদ সমর্থকদের মধ্যে বাইরে ধাওয়া পাল্টা ধাওয়া ও তুমুল সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।