‘অতি উৎসাহীদের বাড়াবাড়িতে রাষ্ট্রে আইনের শাসন বাধাগ্রস্ত’


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৩ মে ২০১৭

বিচারক, আইনজীবীসহ সকলকে আইনের শাসন প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, যেকোনো সরকারের সময়ে অতি উৎসাহী কিছু নেতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীর বাড়াবাড়ির কারণে রাষ্ট্রের উন্নয়ন ও আইনের শাসন বাধাগ্রস্ত হয়। দেশের সার্বিক উন্নয়নে এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

বুধবার বিকেলে জয়পুরহাট আইনজীবী সমিতির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি আরো বলেন, নানা প্রতিকূলতার কারণে দেশের বিভিন্ন আদালতে বিচারক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এসব প্রতিকূলতা দূর করে আদালতে পর্যায়ক্রমে আরো বিচারক নিয়োগ দেয়া হবে।

জয়পুরহাট আইনজীবী ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. শাহিনুর আলম চৌধূরী, জিপি অ্যাড. মুমিন আহম্মেদ চৌধূরী প্রমূখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাশেদুজ্জামান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।