মাদারীপুরে বসতঘরে প্রতিপক্ষের আগুন


প্রকাশিত: ১১:২৪ এএম, ০৩ মে ২০১৭

মাদারীপুর সদর উপজেলার ভদ্রখোলা গ্রামে বুধবার বেলা ১১টার দিকে বসতভিটা পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার আব্দুল হক মুন্সির সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের শাহজাহান বেপারীর। এই বিরোধের জের ধরে বুধবার বেলা ১১টার দিকে শাহজাহান বেপারীর বসত ঘরে প্রতিপক্ষের লোকজন আগুন ধরিয়ে দেয়।

এসময় মাদারীপুর ফায়ার সার্ভির গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসত ঘরের মূল্যবান আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Madaripur

ক্ষতিগ্রস্ত শাহজাহান বেপারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওদের ভয়ে আমরা বাড়িতে থাকি না। বাড়িতে দীর্ঘদিন থেকে বিদ্যুৎ সংযোগ নেই। ওরা আমার বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এর আগে লুটপাট করে মালামাল নিয়ে গিয়েছে। আমি এর বিচার চাই।

মাদারীপুর সদর থানার সেকেন্ড অফিসার ফায়েকুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নাসিরুল হক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।