নড়াইল সরকারি ‍উচ্চ বালক বিদ্যালয় সেরা


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৪ মে ২০১৭

এসএসসি পরীক্ষায় নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় সেরা ফলাফল অর্জন করেছে। এই স্কুল থেকে ৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তরা সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ফলাফলের দিক থেকে এর পরেই রয়েছে নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে মোট ৪৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া জেলার সেরা চারটি স্কুলের মধ্যে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে ২৩ জন, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫ জন, লক্ষ্মীপাশা বালক উচ্চবিদ্যালয় থেকে ১৪ জন এবং গোবরা পার্ব্বতি বিদ্যাপীঠ থেকে আটজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিভিন্ন স্কুল সূত্রে এসব তথ্য জানা গেছে।

হাফিজুল নিলু/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।