দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলিগুড়িগামী অর্ধশত বাসযাত্রী
বঙ্গবন্ধু সেতুর অদূরে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল শিলিগুড়িগামী অর্ধশত বাসযাত্রী। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে শিলিগুড়িগামী এসআর শ্যামলী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতের আধারে রাস্তায় অপ্রত্যাশিতভাবে ফেলে রাখা লোহার ব্যারিকেড বাসচালক দেখতে না পেয়ে দ্রুতবেগে ভেঙে ঢুকে পড়েন। এ সময় প্রায় সাতজন যাত্রী আহত হন। এ ছাড়া বিকট শব্দে বাসযাত্রীদের ঘুম ভেঙে যায় এবং আতঙ্কে চিৎকার শুরু করেন।
বাসযাত্রী ওয়াহিদুজ্জামান জাগো নিউজকে জানান, রাত আনুমানিক দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে সবার ঘুম ভেঙে যায়। মনে হলো, বাসটি যেন অনেক উঁচু থেকে আছড়ে পড়ল। এ সময় কমপক্ষে সাতজন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজনের নাম রিয়াদ মাহমুদ। আহতদের মধ্যে কয়েকজন বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসা নেন।
বাসের আরেক যাত্রী কামরুন নাহিদ কেকা জানান, তিনি এ রুটের নিয়মিত যাত্রী। তার মেয়ে দার্জিলিংয়ে বোর্ডিং স্কুলে পড়ে। এ রুটে একটি মাত্র বাস সরাসরি শিলিগুড়ি চলাচল করে।
তিনি আরও বলেন, গত ৬ বছর যাবত আাসা-যাওয়া করছি। বাসচালকরা বেশ ভালো গাড়ি চালান। আজও (বৃহস্পতিবার) বাস চালক অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন। না হলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত।
এমইউ/আরএস/এমএস