শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান ও সাবেক মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মোক্তারেরচর ইউপির মহিষখোলা মেল্যাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মোশারফ পেদা (২৬), আবুল কালাম ভূইয়া (৬৫), আলমগীর মীর্জা (৩৮), রাকিব ভূইয়া (১৮), রবিন ভূইয়া (১৮) এর নাম জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোক্তারের চর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার তারেক ভূইয়া ও সাবেক মেম্বার মোস্তফা মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের ফলে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। এরই সূত্র ধরে শুক্রবার বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই গ্রুপের লোকজন প্রায় ৫০টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও টেটাঁ নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে ।
মোক্তারের চর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার তারেক ভূইয়া বলেন, সাবেক মেম্বার মোস্তফা মাদবরের হুকুমে সকালে তার লোকজন আমার লোকজনের ওপর হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের হামলায় আমার লোকজন আহত হয়েছে। আমার ছোট ভাই রাকিব ভূইয়ার গলায় টেটাঁ ঢুকেছে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি।
এদিকে মোক্তারের চর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তফা মাদবরের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিতু আক্তার বলেন, বিকেলে বেশ কয়েকজন জখমের রোগী হাসপাতালে আসে । রাকিব নামে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেছি।
এ ব্যাপারে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছগির হোসেন/আরএআর/পিআর