মাদারীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ২


প্রকাশিত: ০২:১৯ এএম, ০৮ মে ২০১৭

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়িতে রাস্তার পাশে রাখা নষ্ট ট্রাকের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওষুধ কোম্পানি কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড কর্মী লিটু ও হাবিব। আহত চালক কামরুল ইসলাম ও অপর একজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়ি এলাকায় গত তিনদিন ধরে নষ্ট একটি ট্রাক রাখা ছিল। ট্রাকটি অন্ধকারে থাকায় রাত ৮টার দিকে বরিশাল থেকে টেকেরহাটগামী কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড পণ্যবাহী ওই পিকআপের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড কর্মী লিটু ও হাবিব নিহত হয়।

মাদারীপুর সদর থানার এএসআই ওমর আলী জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নাসিরুল হক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।