মাগুরায় রেড ক্রিসেন্ট সোসাইটির বেহাল দশা


প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৮ মে ২০১৭

নানা সমস্যায় জর্জরিত মাগুরার একমাত্র রেড ক্রিসেন্ট সোসাইটি। ডাক্তার, নার্সসহ নেই রক্ত সংরক্ষণের রেফ্রিজারেটর, এসি, সেল সিফারেট মেশিন ও মাইক্রপ্রিপেইড মেশিন।

এছাড়া থ্যালাসেমিয়া সেন্টার না থাকায় চরম অসুবিধা পোহাতে হচ্ছে এলাকাবাসীর। অফিসটিতে একজন করে ডাক্তার, প্রোগ্রাম অফিসার, মেডিকেল টেকনোলজি, নার্সসহ নাইট গার্ডের পোস্ট থাকলেও বর্তমানে একজন মেডিকেল টেকনোলজি দিয়ে চলছে সমস্ত প্রকার কাজ।

এছাড়া থ্যালাসেমিয়া সেন্টার না থাকায় ব্লাড ডোনার ও গ্রহিতারা পড়ছেন চরম অসুবিধায়।

উপকারভোগীরা জাগো নিউজকে জানান, রক্ত মজুদের জন্য একটি রেফ্রিজারেটর থাকলেও সেটি অকেজ হয়ে পড়ে আছে দীর্ঘ দিন। ল্যাবে কোনো এসি নাই। বর্তমানে সেল সিফারেট ও মাইক্রোপ্রিপেড মেশিনের খুব প্রয়োজন হলেও দীর্ঘদিন ধরে কর্মকর্তারা না থাকায় তেমন কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ফলে দিন দিন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতি ঝুকছেন রোগীরা।

মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত ইনচার্জ ও চিকিৎসা প্রযুক্তিবিদ লুৎফুর নেছা বন্যা জাগো নিউজকে বলেন, নানা সমস্যা থাকা সত্ত্বেও ভুক্তভোগীদের মানসম্মত সেবা দিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। জনবল ঘাটতি পূরণের মধ্যমে স্কুল কলেজে প্রতিনিয়ত ব্যান্ড ক্যাপিং করার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা গেলে আরো বেশি সেবা দেয়া যাবে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে মাগুরা জেলা পরিষদ প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা ইউনিট চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু জাগো নিউজকে জানান, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাাইটির এই অচল অবস্থা নিরসনের লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় অফিসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে।

এছাড়া প্রয়োজনীয় রক্ত যাতে অন্যকোনো জায়গা থেকে আর না আনতে হয় সেজন্য অচিরেই সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।

তবে জনদুর্ভোগ কমাতে ডাক্তার নার্স নিয়োগসহ থ্যালাসেমিয়া সেন্টার স্থাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরাফাত হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।