মেহেরপুরে কারবাইড দিয়ে পাকানো এক ট্রাক আম জব্দ


প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৯ মে ২০১৭

মেহেরপুরে কারবাইড মিশিয়ে পাকানো এক ট্রাক আম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ চিৎলা গ্রামে ওই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে থেকে জেলায় হিমসাগর জাতের আম সংগ্রহ শুরু হবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই চিৎলা গ্রামের হিরণ মিয়া আম সংগ্রহ করে বগুড়া শহরের ফল মার্কেটে প্রেরণ করছিলেন। এ সময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ট্রাক আম জব্দ করেন। আমগুলো কারবাইড দিয়ে পাকানোয় ট্রাকের চাপায় পিষ্ট করে সেগুলো ধ্বংস করা হয়েছে।

আসিফ ইকবাল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।