রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত


প্রকাশিত: ১১:০৫ এএম, ১০ মে ২০১৭

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাঙামাটিতে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)।

এ উপলক্ষে বুধবার রাজবন বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের উদ্যোগে সকালে শহরে বণার্ঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি রাজবন বিহার প্রাঙ্গণ হতে বের করে জেলা পরিষদ ভবন হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার রাজবন বিহার গিয়ে শেষ হয়।

তথাগত ভগবান মহামতি গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজরিত এই পূর্ণিমা তিথি বৌদ্ধদের জন্য অত্যন্ত তাৎপর্যবহ। এদিন মহামানব গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব ও মহাপরির্বাণ লাভ করেন।

এ উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ছাড়াও রাঙামাটি রাজবন বিহারে বুদ্ধপূজা, পিন্ডদান, প্রাতঃরাশ, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজাসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। এতে সমাগম ঘটে হাজার হাজার পুণ্যার্থীর।

সকালে রাজবন বিহার মাঠে অনুষ্ঠিত ধর্মীয় সভায় আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ অন্য পুরোহিতরা পুণ্যার্থীদের মাঝে ধর্মীয় দেশনা দেন।

এ সময় রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান স্থানীয় সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।