চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ


প্রকাশিত: ১১:১৬ এএম, ১০ মে ২০১৭

হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কারণে মাহমুদা আক্তার নামে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাঙামাটি নার্সিং ইনস্টিটিউট ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা আক্তার মারা যান। সকালে তার মরদেহ রাঙামাটি নেয়া হলে নার্সিং ইনস্টিটিউট ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ ও আহাজারিতে ফেটে পড়েন, তার স্বজন, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ। মাহমুদা আক্তার ঢাকার গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার বাসিন্দা মোস্তফা কামালের মেয়ে।

নার্সিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক রীতা রাণী জানান, মঙ্গলবার সকালে মাহমুদা আক্তার অসুস্থ হলে তাৎক্ষণিক তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সকাল ১০টার দিকে কর্তব্যরত ডাক্তার মাহমুদার অবস্থার অবনতি দেখেন। এতে মাহমুদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মাহমুদার মৃত্যু যথাযোগ্য চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠেছে।

প্রথম বর্ষের শিক্ষার্থী অধরা বীথি অভিযোগ করে বলেন, মাহমুদা আক্তারের মৃত্যুর জন্য দায়ী ইনস্টিটিউট কর্তৃপক্ষ ও চিকিৎসকরা। কারণ, মাহমুদার অকাল মৃত্যু কেবল যথাযথ চিকিৎসার অভাবে।

এ ব্যাপারে রাঙামাটি সিভিল সার্জন ডা. সহীদ তালুকদার বলেন, মঙ্গলবার সকালে মাহমুদাকে সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে স্ট্রোক করে মাহমুদার মারা গেছেন। সিটি স্ক্যান রিপোর্টে স্ট্রোকে মারা যাওয়ার কথা উল্লেখ আছে।

কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মোর্শেদ জানান, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।