নাটোরেও দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ


প্রকাশিত: ০৮:০১ এএম, ১১ মে ২০১৭

নাটোর শহরের হরিশপুর এলাকায় পুলিশ লাইনের পাশে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল থেকে বগুড়া ডিবি পুলিশ এবং নাটোর পুলিশ যৌথভাবে বাড়ি দুটি ঘিরে রাখে।

পুলিশ জানায়, নাটোর শহরের হরিশপুর এলাকার পুলিশ লাইনের পাশে অবসর প্রাপ্ত সাবেক যুগ্ম-সচিব আমজাদ হোসেনের তিন তালার নিচতলায় দুই জঙ্গি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে বগুড়া ডিবি পুলিশের একটি দল।

এছাড়া অপর ডা. আব্দুস সামাদের বাড়িতে ৪ জন জঙ্গি অবস্থান করছে বলে জানায় পুলিশ। বর্তমানে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে কখন নাগাদ অভিযান শুরু হবে এই বিষয়ে কিছুই বলতে পারছে না পুলিশ।

অপরদিকে রাজশাহীর গোদাগাড়ীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে ৫ জঙ্গিসহ ছয়জনের মৃত্যু হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সিনিয়র এএসপি মো. একরামুল হক ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।