সুপার হাইব্রিড বীজে প্রতারিত কৃষক


প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৫ মে ২০১৫

শেরপুরের নালিতাবাড়ীতে বোরো মৌসুমে বীজ ডিলারদের প্রতারণায় ধান চাষে ক্ষতিগ্রস্থ কৃষকরা মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের কাছে ক্ষতিপূরণ ও দোষী বীজ ডিলারদের শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একই দাবিতে গত ৫ মার্চ দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের স্থানীয় শহীদ মিনার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। পরে একই দাবিতে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেততৈল গ্রামের প্রায় ৩০০ জন কৃষক নালিতাবাড়ী পৌর শহরের জনি ট্রেডার্স, লিন্ডা টেড্রার্স ও ভোলা সাহার দোকান থেকে বিএডিসির এসএল-৮ এইচ সুপার হাইব্রিড (এফ-১) বীজধান ক্রয় করেন। পরে ধান চাষ করার পর যখন ধানের শীষ আসে তখন কৃষকরা দেখতে পান ক্ষেতে দেশি জাতের ব্রি-২৮ ফলন হয়েছে। কিন্তু হাইব্রিড পদ্ধতিতে সার-বিষ দেয়ায় তাদের সেই ক্ষেতের ধান মরে গেছে।

তারা বলছেন, কর্তৃপক্ষকে অভিযোগ দিয়েও এখনো এ ক্ষয়ক্ষতির কোন প্রতিকার পাওয়া যায়নি। তারা জানান, অনেকেই ঋণ-ধার করে টাকা নিয়ে বোরোর আবাদ করেছিলেন। কিন্তু ক্ষেতের ফসল মরে যাওয়ায় এখন তারা দুশ্চিন্তায় রয়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক নূর হোসেন ও দুলাল মিয়া হতাশা প্রকাশ করে জানান, এই বীজ প্রতারকদের কারণে বেলতৈল গ্রামে ৩০০ জন কৃষকের প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফলে ঋণগ্রস্ত হয়ে এখন তারা দিশেহারা হয়ে পড়েছেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা ধানের ক্ষতিপূরণসহ প্রতারক বীজ ডিলারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকরা ধানের সমস্ত ক্ষতিপূরণ এবং প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে বলে মানববন্ধনে অংশ নেয়া কৃষকরা জানিয়েছেন।

হাকিম বাবুল/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।