সিংড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
ফাইল ছবি
নাটোরের সিংড়ায় বজ্রপাতে দুই ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দর্শন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার খোয়ারহাট এলাকার হাসেন আলীর ছেলে রতন আলী (২৫) এবং আফতাব হোসেনের ছেলে মিলন হোসেন (৩০)।
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, রাজশাহীর বাঘা থেকে ধানকাটা শ্রমিকরা উপজেলার দর্শন গ্রামের নিখিল চন্দ্রের বাড়িতে ধান কাটতে আসছিলেন।
শনিবার বিকেলে মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাত হলে মাঠের ভেতরই শ্রমিক রতন আলী এবং মিলন হোসেনের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ স্বজনরা নিয়ে যায়।
রেজাউল করিম রেজা/এএম/জেআইএম