পুলিশের উপর হামলা, গুরুদারপুর পৌর মেয়রসহ ৪ জন গ্রেফতার
নাটোরের গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লাসহ ৪ জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকার শাহাবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন, মোহম্মদ বাবু, বক্স সোনার ও আমিরুল সোনার। এখন পর্যন্ত এ মামলায় মোট ৬ জনকে গ্রেফতার করা হলো।
মামলার বাদী গুরুদাসপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মোহম্মদ সাইদুজ্জামান জানান, গত ১১ মে বৃহস্পতিবার গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভার নির্ধারিত দিন ছিল। সভা শুরুর আগ মুহূর্তে গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লা ও তার সমর্থকরা একটি মিছিল নিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
এসময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড গুলি ছোঁড়ে এবং লাঠিচার্জ করলে মিছিলকারীরা পালিয়ে যায়। এতে পুলিশের ৬ জন ও আওয়ামী লীগের ৪ জন নেতাকর্মী আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
এঘটনায় পরদিন উপ-পরিদর্শক মোহম্মদ সাইদুজ্জামান বাদী হয়ে গুরুদারপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লাকে প্রধান অাসামি করে ৬৭ জনের নামে ও অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই পৌর মেয়রসহ অন্য আসামিরা পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ সোমবার সকালে ঢাকার শাহবাগ এলাকা থেকে পৌর মেয়রসহ চারজনকে গ্রেফতার করা হয়।
রেজাউল করিম রেজা/এমএএস/পিআর