শেরপুরে বজ্রপাতে নিহত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৬ মে ২০১৫

শেরপুরে বজ্রপাতে নিহত ৩ পরিবারের হাতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন অর্থ সহায়তার ৩০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদসদের হাতে তুলে দেন। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নিহতদের স্মরণে দোয়া করা হয়।

গত ২ মে শনিবার বজ্রপাতে শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়। নিহতরা হলেন, সদর উপজেলার নামাপাড়া গ্রামের বদি মিয়া, নালিতাবাড়ী উপজেলার গাগলাজানি গ্রামের মালেকা বেগম ও একই উপজেলার পশ্চিম সমশ্চুরা গ্রামের স্কুলছাত্রী মরিয়ম খাতুন।

হাকিম বাবুল/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।