ধুনটে ১০ টাকা কেজির চাল ৩৩ টাকায় বিক্রি!
বগুড়ার ধুনট উপজেলায় কালোবাজারে বিক্রির সময় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের জব্দকৃত ৩০০ কেজি চাল সরকারি নিলাম ডাকের মাধ্যমে ৩৩.৩৩ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারি বাজার এলাকায় এক ব্যবসায়ীর কাছে এই চাল বিক্রি করা হয়।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, গোপালনগর ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চালের জন্য এক হাজার ৪৬৫ জনের নামের তালিকা চূড়ান্ত করেন চেয়ারম্যান-মেম্বররা। ওই ইউনিয়নে চাল বিক্রির জন্য দুইজন ডিলার নিয়োজিত রয়েছেন। এর মধ্যে খাটিয়ামারী বাজার এলাকায় চাল বিক্রির জন্য বলারবাড়ি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুনকে ডিলার নিয়োজিত করে খাদ্য বিভাগ।
খাটিয়ামারী বাজার পয়েন্টে এপ্রিল মাসের জন্য ৬৯৮টি কার্ড বরাদ্দ রয়েছে। গত ২৫এপ্রিল সুবিধাভোগী কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়েছে। এর মধ্যে ৩০০ কেজি চাল বিক্রি না করে তাসলিমা খাতুন নিজের গুদামে মজুদ রাখেন।
গত ২৯ এপ্রিল সকালের দিকে ৩০০ কেজি চাল গুদাম থেকে বের করে পাচারের উদ্দেশ্যে অটোভ্যান যোগে মথুরাপুর বাজারে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন তাসলিমা। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ ও ডিলারের গুদাম সিলগালা করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাসলিমা খাতুনের ডিলারশিপ বাতিল করা হয়। পরবর্তীতে জব্দকৃত চাল নিলামে বিক্রির জন্য সহকারী কমিশনারকে (ভূমি) আহ্বায়ক, উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে সদস্য করে কমিটি গঠন করা হয়।
ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আখতার এ তথ্য নিশ্চিত করে বলেন, নিলাম ডাকের মাধ্যমে সর্বোচ্চ মূল্য ৩৩.৩৩ টাকা কেজি দরে ৩০০ কেজি চাল আপন আহম্মেদ নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে সমুদয় টাকা সরকারি তহবিলে জমা করা হয়েছে।
লিমন বাসার/আরএআর/এমএস