চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ৭ জঙ্গির রিমান্ড মঞ্জুর


প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৬ মে ২০১৭

চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারকৃত সাত জঙ্গিকে পুলিশ ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত প্রত্যেককে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত ‘গ’ অঞ্চলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুস সালাম শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাচোল থানা পুলিশের অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, গত শুক্রবার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকৃত জঙ্গি হারুন অর রশিদ, কামাল উদ্দিন ওরফে সরকার, নাসিম রেজা ওরফে শাহিন, ফিরোজ, বাবু, আজিজুল হক ও আঃ হাকিমকে ‘গ’ অঞ্চলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুস সালামের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ বিচারক উভয়পক্ষের শুনানি শেষে ৭ জঙ্গির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উলে­খ্য, চাঁপাইনবাবগঞ্জে গত শুক্রবার জঙ্গিবিরোধী অভিযানে সাড়ে ৫২ কেজি ভারতীয় এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাড়ে ৪ কেজি গান পাউডার, ২২টি জিহাদী বইসহ ওই ৭ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ।

মোহাঃ আব্দুল্লাহ/এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।