ঝিনাইদহের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান স্থগিত


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৬ মে ২০১৭

ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে সন্দেহভাজন দুই ‘জঙ্গি আস্তানা’ এবং ৫টি স্পটে  র‌্যাবের অভিযান স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অভিযান স্থগিতের ঘোষণা দেন র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ।

তিনি জানান, আস্তানা দুটিতে প্রচুর বিস্ফোরক রয়েছে। খুলনা থেকে আসা র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করতে না পারায় ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর আগামীকাল সকালে ফের অভিযান শুরু হবে। আস্তানার আশপাশের দুইশ’ গজ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

rab

এর আগে মঙ্গলবার সকাল ৭টা থেকে ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে সেলিম ও প্রান্ত নামে দুই ব্যক্তির বাড়ি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখে র‌্যাব-৬। পরে বেলা ১১টার দিকে সেখানে অভিযান শুরু করে র‌্যাব। ওই দুই বাড়িতে জঙ্গি ও বিপুল পরিমাণ বিস্ফোরক থাকতে পারে বলে র‌্যাবের ধারণা। সেলিম গত ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নিহত জঙ্গি তুহিনের ভাই। প্রান্ত তার চাচাতো ভাই।

rab

দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক (সিও) খন্দাকর রফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার রাত ১টার দিকে র‌্যাবের একটি দল টহল দেয়ার সময় সেলিম ও প্রান্তকে আটক করে। তারা নব্য জেএমবির সদস্য। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা তিনটি স্থানের কথা বলে। সেই তিন জায়গার মধ্যে একটির অভিযান শেষ হয়েছে। ওই আস্তানা থেকে দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে।

নাসিম আনসারী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।