ধুনটে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪


প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৭ মে ২০১৭

বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা, সাজাপ্রাপ্ত আসামি ও মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার মথুরাপুর ইউনয়িন যুবলীগের সভাপতি মধুপুর গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে আমিনুল ইসলাম (৩০), রুদ্রবাড়িয়া গ্রামের গোলজার খানের ছেলে আবু বক্কার (৪০), সারিয়াকান্দি উপজেলার কাড়িতলা গ্রামের হামিদুর রহমানের ছেলে রেজানুর হাসান (৪৫) ও দক্ষিণ কাসাহার গ্রামের নজিবুল হকের ছেলে শুকুর আলী (৩৮)।

এর মধ্যে ২০১৩ সালে একটি মামলার গ্রেফতারি পরোয়ানায় আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভুয়া র্যা ব পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে ২০০৭ সালে আবু বক্কারের বিরুদ্ধে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ২০১১ সালের ২১ জুন আদালত তার বিরুদ্ধে এক বছরের সাজার আদেশ দেন। সাজার আদেশ জানার পর থেকে পলাতক ছিলেন আবু বক্কার। এছাড়াও মাদক ব্যবসার অভিযোগে চার লিটার চোলাই মদসহ রেজানুর রহমান ও শুকুর আলীকে গ্রেফতার করা হয়েছে।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আমিনুল ইসলাম ও আবু বক্কারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতার রেজানুর রহমান ও শুকুর আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লিমন বাসার/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।