একসঙ্গে তিন কন্যার জন্ম দিলেন গৃহবধূ
ঘরে পুত্র সন্তান থাকায় এবার একটি কন্যা সন্তানের খুব আশা ছিল গৃহবধূ শিলা মনির (২২)। আল্লাহ তায়ালার ইচ্ছায় তিনি একটি নয় একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কালীপুর ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গত সোমবার শিলা মনি তিনটি কন্যা সন্তান প্রসব করেন।
শিলা মনি জাগো নিউজকে জানান, মতলব উত্তর উপজেলার জীবগাঁওয়ে তার বাড়ি। তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামী মো. মামুন মিয়া সৌদি আরবে ব্যবসা করেন। তিন কন্যা সন্তান পেয়ে তিনি ও তার স্বামী খুবই খুশি।
সিজারিয়ান অপারেশনকারী চিকিৎসক ডা. মো. বয়েজ উদ্দিন জাগো নিউজকে জানান, গত সোমবার রাত ৮টা ৩০ মিনিটে শিলা মনি তিন কন্যা সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ আছে।
ইকরাম চৌধুরী/আরএআর/এমএস