৩ দিন ধরে এমডি অবরুদ্ধ : মোচিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন
৩ দিন ধরে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের এমডি অবরুদ্ধ। গত মঙ্গলবার বিকেল থেকে শ্রমিক-কর্মচারীরা এমডি দেলোয়ার হোসেনের বাসভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার মোচিকের সকল শ্রমিক-কর্মচারী আন্দোলনে যোগ দেওয়ায় নাশকতা ঠেকাতে মিলের অভ্যন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চিনিকলে চুক্তি ভিক্তিক ৭৮ জন কর্মচারী বৈধকরণ নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ এনে চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্তদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা এমডির বাসভবনের সামনেই সামিয়ানা টাঙিয়ে দিনরাত সেখানে অবস্থান করছে।
এমডির বাসভবনের সামনেই ৩ বেলা রান্না, খাওয়া-দাওয়া, রাতে ঘুম ও মাঝে মধ্যেই স্লোগান, কখনও মিছিল এ ভাবেই চলছে শ্রমিক কর্মচারীদের আন্দোলন। শ্রমিক-কর্মচারীরা নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
মোবারকগঞ্জ চিনিকলের সভাপতি রবিউল ইসলাম নবী ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানান, মিলের চুক্তিভিত্তিক শ্রমিকরা গত সোমবার মৌসুমী পদে ও মঙ্গলবার স্থায়ী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু, নিয়োগ কমিটি কর্মচারীদের নিয়োগ চূড়ান্ত না করে তড়িঘড়ি করে ঢাকাতে ফিরে যান। দীর্ঘদিন ধরে চুক্তি ভিক্তিক শ্রমিকদের নিয়োগ দেওয়ার কথা থাকলেও তাদেরকে পাশ কাটিয়ে বাইরে থেকে অর্থের বিনিময়ে শ্রমিক নিয়োগ দেওয়ার অপচেষ্টার প্রতিবাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের এই ন্যায্য দাবির সাথে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার একাত্ত্বতা ঘোষণা করেছেন বলে শ্রমিক নেতারা জানান।
আরাফাতুজ্জামান/এমএএস/আরআইপি