নেত্রকোণায় ভুয়া ম্যাজিস্ট্রেটসহ আটক ৪


প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৯ মে ২০১৫

নেত্রকোণার হিরণপুর বাজারে শনিবার বিকেল ৪টার দিকে একজন ভুয়া ম্যাজিস্ট্রেট, দুইজন ভুয়া ডিবি পুলিশ ও একজন মাইক্রোবাস ড্রাইভারকে আটক করে পুলিশে সোদর্প করেছে জনতা।  

পূর্বধলার উপজেলার হিরণপুর বাজারে বিভিন্ন দোকানে অবৈধভাবে মোবাইল কোর্ট পরিচালনার সময় হিরণপুর বাজারে ফুটপাতে বসে থাকা একটি ওষুধের দোকানে ১০ হাজার টাকা জরিমানা করেন তারা। এসময় স্থানীয়দের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে সন্দেহ হলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়ার রফিকুর রহমানের ছেলে ভুয়া ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, তার সহকারী ছিলেন ডিবি পুলিশ পরিচয়ে বরিশালের আমানতগঞ্জের খন্দকার খালিদ, যশোরের ঝিকরগাছার ফজলুর রহমান ও গাড়ির ড্রাইভার গাজিপুরের শ্রীপুর উপজেলার ধরাইবাড়ি গ্রামের নজরুল ইসলাম ।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান ।

কামাল হোসাইন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।