কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৩ এএম, ২৪ মে ২০১৭
প্রতীকী ছবি

কিশোরগঞ্জ শহরের আলোর মেলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামিল মিয়া (২৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। বুধবার বেলা  সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে জমে থাকা পানি অপসারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দাকার শওকত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মো. জামিল মিয়া জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের আ. সালামের ছেলে।

স্থানীয়রা জানান, শহরের আলোর মেলা এলাকায় নতুন স্টেডিয়ামেরে প্রবেশপথের পাশে নির্মাণাধীন মসজিদে উসমানে ইমামতি করতেন জামিল। গত ৬ মাস ধরে এখানেই থাকতেন।

সকালে মসজিদের অদূরে একটি সেচ পাম্প বসিয়ে স্টেডিয়ামে যাওয়ার সময় রাস্তার পাশে জমে থাকা বৃষ্টির পানি অপসারণের চেষ্টা করছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুতের তারের স্পর্শে তড়িতাহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলারেল হাসপাতালে পাঠানো হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নূর মোহাম্মদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।