গরু ধান খেয়েছে, তাই প্রাণ গেল বাবার


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ১০ মে ২০১৫

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফেরদৌস মিয়া (৫৫) নামে একজন নিহত ও তার ছেলে ছোটন মিয়া (২৫) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে নেত্রকোণা জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের আজিতপুর হাওরে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আলমশ্রী গ্রামের নূর মিয়ার গরু বৃহস্পতিবার আজিতপুর হাওরে ধানকোনিয়া গ্রামের ফেরদৌস মিয়ার ধান ক্ষেত খেয়ে ফেললে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার দুপুরে ফেরদৌস মিয়া ও তার ছেলে ছোটন মিয়া আজিতপুর হাওরে তাদের জমির পাঁকা ধান কাটতে যাওয়ার পথে নূর মিয়া ও তার লোকজন তাদের উপর আক্রমণ চালান। তারা বাবা-ছেলেকে মারাত্মক জখম করেন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস মিয়াকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) সামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কামাল হোসাইন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।