আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের উপস্থিতিতে হালচাষ


প্রকাশিত: ০৭:১১ এএম, ২৭ মে ২০১৭

নওগাঁর বদলগাছীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদমান জমিতে থানা পুলিশের উপস্থিতে এক শিক্ষকের বিরুদ্ধে জমি জবরদখল করে হালচাষ করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় কোন কারণ ছাড়াই দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈকণ্ঠপুর মৌজার সিএস খতিয়ান নং ১৮১, আরএস ৮২ খতিয়ানের ৬টি দাগে মোট জমি ৪ একর ৩১ শতাংশের কাতে ২ একর ১৮ শতাংশ জমির মধ্যে ৪টি দাগে ৩৬ শতাংশ জমি নিয়ে প্রতিপক্ষ শিক্ষক নিজাম উদ্দিনের সঙ্গে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পৈত্রিক সূত্রে পাওয়া নজরুল ইসলাম বাদী হয়ে বিবাদী নিজাম উদ্দিনের বিরুদ্ধে এ ব্যাপারে গত ২০১৫ সালের ১০ অক্টোবর মোকাম বদলগাছী সহকারী জজ আদালতে বিজ্ঞাপনী মামলা করেন। মামলা নম্বর- ১১৩/১৫।

মামলাটি আদালত আমলে নিয়ে গত ২০১৬ সালের ১১ এপ্রিল নিষেধাজ্ঞা দেন। এই নিষেধাজ্ঞা অমান্য করে ইতোপূর্বে নিজাম উদ্দিন জমিতে গিয়ে সার্ভেয়ার নিয়ে এসে দখল করার চেষ্টা করে। কী কারণে নিষেধাজ্ঞা অমান্য করা হয়েছে মর্মে জবাব চেয়ে আদালতে আবারও গত ২০১৬ সালের ৩০ নভেম্ভর তারিখে ওই আদালতে ভাইলেশন মামলা করা হয়। যার মামলা নম্বর ১৬/২০১৬ দায়ের করেন নজরুল ইসলাম। তারপর থেকে দুই বছর জমিটি অনাবাদি পড়ে ছিল।

কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে থানা পুলিশ এসআই নীপেন্দ্র নাথের উপস্থিতিতে ওই জমিতে শিক্ষক নিজাম উদ্দিন পাওয়ার টিলার দিয়ে হালচাষ শুরু করেন। এ সময় বাদী নজরুল ইসলামের স্ত্রী মমতাজ (৫৫) ও চাচাতো ভাই আফাজ উদ্দিনের স্ত্রী রেহেনা খাতুন (৪৫) জমিতে গিয়ে আদালত থেকে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত হালচাষ করতে নিষেধ করেন।

এসময় এসআই নীপেন্দ্র নাথ পানি খাওয়ার কথা বলে মমতাজের বাড়িতে সকলকেই নিয়ে আসেন। পানি খাওয়ার পর ওসি তাদের থানায় ডেকেছে বলে জোর পূর্বক মমতাজ এবং রেহেনা খাতুনকে গাড়িতে তুলে থানায় নিয়ে যান।

স্থানীয় বয়জৈষ্ঠ্য বাচ্চু রহমান বলেন, পুলিশ আসার আগ পর্যন্ত জমিতে কোনো হালচাষ হয়নি। তবে পুলিশের উপস্থিতিতে হালচাষ শুরু হয়। সেখানে কোনো ধরনের মারামারির ঘটনা ঘটেনি। তবে পানি খাওয়ার পর দুই নারীকে জোর করে পুলিশ ধরে নিয়ে যায়।

শিক্ষক নিজাম উদ্দিনের ভাতিজা এবাদুল ইসলাম বলেন, ওই জমি আমরাও কিছুদিন দখল করেছিলাম। কিন্তু পরবর্তীতে যখন নজরুল পক্ষ জমিটির দলিল দেখান তখন বুঝতে পারি জমিটি বিক্রি করেছেন। ভুলবসত আমাদের নামে রেকর্ড হয়েছে। সেজন্য আমরা ৩ ভাই ওই জমির দখল ছেড়ে দিয়ে এসেছি। কিন্তু চাচা নিজাম উদ্দিন কোনোক্রমেই ওই দলিলটি স্বীকার করেন না। সে কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে।

থানার উপ-পরিদর্শক (এসআই) নীপেন্দ্রনাথ বলেন, আমি ঘটনাস্থলে পৌঁছার আগেই হালচাষ শুরু হয়েছিল। ওসি স্যারের নির্দেশ সবকিছু হয়েছে। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আটককৃত দুই নারীর বিরুদ্ধে বিকেলে থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়। যা কিছু হয়েছে সার্কেল স্যারের নির্দেশে। আপনি সার্কেল স্যারের সঙ্গে কথা বলেন।

এদিকে মহাদেবপুর-বদলগাছী থানার সার্কেল সহকারী পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ওই জমিতে কোনো পুরুষ যায় না। নারীরা এসে মারপিট করে। তবে কারণ ছাড়া কাউকে আটক করা হয় না। নারী দু’জনকে আটকের ব্যাপারে জানতে চাইলে ওসির সঙ্গে কথা বলতে বলেন।

আব্বাস আলী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।