শেরপুরে হাইটেক পার্ক করা হবে: শিক্ষাসচিব


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১০ মে ২০১৫

শেরপুরে হাইটেক পার্ক প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খাঁন। তিনি জানান, বিদ্যুৎবিহীন সাড়ে তিন হাজার বিদ্যালয়ে সোলার প্যানেল দেয়া হবে। এছাড়া নালিতাবাড়ী ও নকলায় আইটি টেকনিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।

রোববার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাসচিব জানান, ষষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে মাল্টিমিডিয়া বই তোলে দেয়া হবে। এছাড়া আগামী ২ বছরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট দেওয়া হবে। একই সঙ্গে সকল কলেজে হাইস্পীড ইন্টারনেট সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

কাপাসিয়া শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এমএ হাকাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষা অধিদফতরের নির্বাহী পরিচালক দেওয়ান খানজানা, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাস্টার প্রমুখ।

হাকিম বাবুল/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।