জাল স্বাক্ষরে প্রায় ৬ লাখ টাকা উঠালেন প্রতারক


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ১১ মে ২০১৫

কৃষি ব্যাংকের নেত্রকোণা শাখায় রোববার চেক জালিয়াতির মাধ্যমে ৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে গেছেন এক প্রতারক। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্যে ওই ব্যাংকের কর্মচারি বার্তা বাহক আব্দুল মান্নানকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

কৃষি ব্যাংকের নেত্রকোণা শাখার ব্যবস্থাপক পান্না লাল কর্মকার জাগো নিউজকে জানান, নেত্রকোণা পৌর শহরের দক্ষিণ নাগড়া এলাকা জনৈক মো. শাহ আলম নামের একজন গ্রাহকের হিসেব থেকে রোববার দুপুরের দিকে প্রথমে একটি চেকে ২ লাখ ৮০ হাজার ও কিছুক্ষণ পর অপর একটি চেকে ৩ লাখ টাকা উত্তোলন করেন। অথচ তার হিসেবে জমা ছিলো মাত্র ১ হাজার টাকা।
এতো টাকা কি করে তুললেন? এই প্রশ্ন ওই গ্রাহককে করলে তিনি জানান, ক্যাশিয়ারের কাছে চেক যাওয়ার আগে দুইজন কর্মকর্তা তা খতিয়ে দেখে চেকে দস্তখত করেন। কিন্তু এই দুইটি চেকের ক্ষেত্রে দুই কর্মকর্তার জাল দস্তখত দিয়ে ক্যাশিয়ারের কাছ থেকে টাকা নিয়ে গেছেন। অ্যাকাউন্টটি খোলার সময় বার্তাবাহক আব্দুল মান্নান গ্রাহককে শনাক্ত করেছিলেন বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

যে চেকে টাকা উত্তোলন হয়েছে সেই চেকটিতে ব্যাংকের সীলমোহর যথাস্থানে ছিল বলে জানা গেছে। বিষয়টি রোববার সন্ধ্যার পরে ব্যাংকের হিসেব মেলানোর সময় ধরা পড়ে।

রোববার সারাদিন অফিসের কাজে ময়মনসিংহ ছিলেন বলে জানান ব্যাংক ব্যবস্থাপক পান্না লাল কর্মকার। বিষয়টি জানার পর নেত্রকোণা মডেল থানা পুলিশকে অবহিত করেন ব্যবস্থাপক। পরে পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে রাত ১২টার দিকে  জিজ্ঞাসাবাদের জন্যে ব্যাংকের বার্তাবাহক আব্দুল মান্নানকে আটক করে থানায় নিয়ে গেছে।

কৃষি ব্যাংক নেত্রকোণা শাখার ক্যাশিয়ার জহিরুল কবীর জাগো নিউজকে জানান, দুই কর্মকর্তার দস্তখতে চেক পাশ হওয়ার পর তিনি টাকা দিয়েছেন। দস্তখতগুলো যে জাল ছিল তা বুঝতে পারেননি তিনি।

কামাল হোসাইন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।