ঝিনাইদহে জামায়াত কর্মীসহ আটক ২৭


প্রকাশিত: ০৬:২৩ এএম, ১১ মে ২০১৫

নাশকতার পরিকল্পনা করছে এমন আশঙ্কায় এক জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলায় জেলার ৬ উপজেলা থেকে ২৭ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য শিহাব হোসেন জাগো নিউজকে জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন আশঙ্কায় হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে সোহরাব হোসেনক (৩৫) আটক করে পুলিশ।

এছাড়া বিভিন্ন মামলায় হরিণাকুণ্ডু উপজেলা থেকে আরও একজন, সদর উপজেলা থেকে আটজন, শৈলকূপা থেকে পাঁচ জন, কালীগঞ্জ থেকে পাঁচজন, কোটচাঁদপুর থেকে চারজন ও মহেশপুর থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।