অটোরিকশায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ১১ মে ২০১৫

ঝিনাইদহ শহরে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মুসলিমা খাতুন (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার শহরের কেশপ্রন্দ্র মহাবিদ্যালয়ের (কেসি কলেজ) সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুসলিমা খাতুন শৈলকুপা উপজেলার নাকৈল গ্রামের মশিউর রহমানের মেয়ে। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মুসলিমা খাতুন কেসি কলেজে অনার্স প্রথম বর্ষের ইতিহাস বিভাগের ছাত্রী। মুসলিমা কলেজ থেকে বের হয়ে অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। এসময় অসাবধানতাবশত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক নাজমুল কবীর তাকে মৃত ঘোষণা করেন।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।