মেহেরপুর ও ঝিনাইদহে পাওয়া বোমার সাদৃশ্য রয়েছে


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৯ মে ২০১৭

মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে উদ্ধার করা ইলেকট্রিক সার্কিটযুক্ত ইআইডি (ইমপ্রোভাইজ ইলেকট্রনিক্স ডিভাইস) বোমাটি নিষ্ক্রিয় করেছে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। সোমবার বেলা পৌনে ১২টার দিকে একটি বাঁশ বাগানের পাশে বোমাটি নিষ্ক্রিয় করলে বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়।

বেলা পৌনে ১২টার দিকে রাইপুর গ্রামের মাঠের মধ্যে ওই বোমাটি নিয়ে যায় খুলনা থেকে আসা র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলটি। সেখানে গর্ত করে বোমাটি রাখা হয়। পরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বোমাটি নিষ্ক্রিয় করে র‌্যাব। তবে নিষ্ক্রিয়কালে বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বোমাটি খুবই শক্তিশালী ও ধ্বংসাত্মক ছিল বলে মনে করছেন র‌্যাব কর্মকর্তারা।

র‌্যাব-৬ ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বলেন, সম্প্রতি ঝিনাইদহের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া বোমার সঙ্গে এ বোমার উপরের অংশের বিভিন্ন মিল রয়েছে। তবে একই গ্রুপের বোমা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার রাতে সদর উপজেলার রাইপুর গ্রামের সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় লালটেপ দিয়ে মোড়ানো ইলেকট্রনিক্স সার্কিটযুক্ত বোমাটির সন্ধান পায় পুলিশ। উদ্ধারের জন্য র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের সহযোগিতা চাওয়া হয়।

রোববার র‌্যাবের দলটি ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি পর্যবেক্ষণ করে। পরে এর ছবি তুলে উচ্চ পর্যায়ের বোমা বিশেষজ্ঞদের কাছে প্রেরণ করে। তাদের পরামর্শমত আজ বোমাটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয় র‌্যাব।

আসিফ ইকবাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।