এখনো গভীর সমুদ্রে দুই শতাধিক ট্রলার


প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৯ মে ২০১৭

ঘূর্ণিঝড় মোরা’র কথা জানতে না পারায় গভীর সমুদ্রে এখনো দুই শতাধিক ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরছেন বলে জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, হঠাৎ করে সতর্কতা সংকেত বেড়ে যাওয়ায় গভীর সমুদ্রে জেলেরা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাদেরকে ঘূর্ণিঝড়ের খবর জানাতে পারেননি ট্রলার মালিকরা। এ কারণে দুই শতাধিক ট্রলারে অবস্থানরত জেলেদের জীবন হুমকির মুখে রয়েছে।

তিনি বলেন, উপকূলের কাছাকাছি থেকে যেসব জেলেরা মাছ ধরছিল তারা অনেকেই ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন এবং বাকিরাও নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।