ঘূর্ণিঝড় মোরা’র প্রভাব পড়েনি সাতক্ষীরায়


প্রকাশিত: ০৭:৪০ এএম, ৩০ মে ২০১৭

উপকূলীয় জেলা সাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোরা’র কোনো প্রভাব পড়েনি। এছাড়াও জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। বর্তমানে আবহাওয়া স্বাভাবিক রয়েছে। বেলা ১১টা থেকে ৮নং সতর্ক সংকেত শিথিল করা হয়েছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জাগো নিউজকে এসব কথা জানান।

তিনি বলেন, তবে সাতক্ষীরার কোথাও কোথাও হালকা ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, এ ঘূর্ণিঝড়কে নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠার মধ্য দিয়ে রাত পার করেছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ। ঘূর্ণিঝড় মোরা’র সম্ভাব্য আঘাত মোকাবেলায় সাতক্ষীরায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

মাইকিং করে জনগণকে সতর্ক করা হয়েছে। জেলার ১৩২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবী সংগঠন।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।