বরযাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন, নজরুল ইসলাম (২৫), পঙ্কজ সাহা (২৫), দীপঙ্কর সাহা (২৪), দুলাল সাহা (৩৮), অপু সাহা (২৫)। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় নজরুল ইসলামকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, মঙ্গলবার মধ্যরাতে তারা মাইক্রোবাসযোগে সাতবর্গ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে জেলার আখাউড়া উপজেলায় তাদের নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ১০/১৫ জনের একটি স্বশস্ত্র ডাকাত দল তাদের মাইক্রোবাসটির গতিরোধ করে। পরে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি এবং তাদেরকে মারধর করে ১২টি মোবাইল ফোনসেট ও নগদ টাকাসহ অন্তত এক লক্ষ টাকার মালামাল লুটে নেন। পরে খবর পেয়ে অন্য বরযাত্রীবাহী গাড়ির লোকজন লাঠি-সোটা নিয়ে ডাকাতদের হাত থেকে আহতদেরকে উদ্ধার করেন।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস