নওগাঁয় বজ্রপাতে নিহত ২
নওগাঁর সাপাহারে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুচিন্দা কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন- কুচিন্দা গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৫০) ও মাহফুজুল হকের ছেলে রসি চৌধুরী (৩২)। আহতরা হলেন- উপজেলার উচাডাঙ্গা গ্রামে আব্দুর রহিম ও তার স্ত্রী ছবি পারভীনসহ চারজন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় ঝড়-বৃষ্টি হচ্ছিল। উপজেলার কুচিন্দা কামারপাড়া আমবাগান থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পথিমধ্যে হঠাৎ বজ্রপাত হলে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাতের রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।
অপরদিকে, উপজেলার উচাডাঙ্গা গ্রামে বাড়িতে ধানের কাজ করছিলেন দম্পতি আব্দুর রহিম ও ছবি পারভীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারাসহ চারজন গুরতর আহত হন। তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ চৌধুরী বজ্রপাতে দুইজন নিহত ও চারজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্বাস আলী/আরএআর/পিআর