মাগুরায় জামায়াত নেতার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ৭


প্রকাশিত: ০৪:০২ পিএম, ০২ জুন ২০১৭

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ আহমেদের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শুক্রবার রাতে ওই বাড়ি থেকে সাতজনকে আটক করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় এবং ফরিদ হোসেন জামায়াতের কোন পর্যায়ের নেতা তা নিশ্চিত হওয়া যায়নি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে সন্দেহভাজন সাত জঙ্গিকে আটক করা হয়েছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

আরাফাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।