মাগুরায় সন্দেহভাজন ৮ জঙ্গিকে কারাগারে প্রেরণ
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় শুক্রবার রাতে উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ওই জামায়াত নেতাসহ গ্রেফতার সন্দেহভাজন আট জঙ্গিকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে গ্রেফতারদের হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার অন্যরা হলেন- বাচ্চু, ওবায়দুল, আবুল বাশার, রবিউল, জাহিদুল, আনোয়ার ও জাহাঙ্গীর। এদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তীরের চর গ্রামে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জাগো নিউজকে জানান, জামায়াত নেতার বাড়িতে সন্দেহভাজন জঙ্গিরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, ইলেট্রনিক্স ডিভাইস, জাল টাকা, কয়েকটি পিতলের মূর্তি উদ্ধার করা হয়। বর্তমানে বাড়িটি পুলিশ নজরদারিতে রেখেছে বলেও জানান তিনি।
আরাফাত হোসেন/আরএআর/আরআইপি