প্রধানমন্ত্রীর চেক হাতে পেল সুমাইয়া


প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৩ জুন ২০১৭

প্রধানমন্ত্রীর দেয়া এক লাখ টাকার চেক হাতে পেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া (১৩)। শনিবার দুপুরে ঢাকার মিরপুরের পল্লবীতে সুমাইয়াদের বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া চেকটি পৌঁছে দেন বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ গোলাম সরোয়ার ফোরকান।

২০১৬ সালের ১০ মে বাড়ির পাশের একটি দ্বিতল ভবনের ছাদে খেলতে গিয়ে বিদ্যুতের অরক্ষিত মেইন লাইনে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় বরগুনার আমতলী এ.কে পাইলট হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া। দুর্ঘটনায় পুড়ে যায় সুমাইয়ার ডান কাঁধের এক অংশের হাড়। কেটে ফেলতে হয় হাঁটুর নিচ থেকে একটি পা।

সুমাইয়া আমতলী উপজেলার কচুপাত্রা গ্রামের দরিদ্র রাজমিস্ত্রি শামীম হাওলাদারের মেয়ে। অর্থাভাবে যখন সুমাইয়ার চিকিৎসা ব্যাহত হচ্ছিল, তখন সুমাইয়ার চিকিৎসার সাহায্যের জন্য তার বাবা শামীম হাওলাদার প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেন। সাহায্যের আবেদন প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে নিজ ত্রাণ তহবিল থেকে সুমাইয়ার চিকিৎসার জন্য এক লাখ টাকার চেক প্রদান করেন প্রধানমন্ত্রী।

চেক পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুমাইয়ার বাবা মো. শামীম হাওলাদার, মা হামিদা বেগম এবং সুমাইয়া।

সাইফুল ইসলাম মিরাজ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।