গাজীপুর থেকে অপহৃত শিশু নেত্রকোনায় উদ্ধার


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৩ মে ২০১৫

গাজীপুর জেলার জয়দেবপুর চান্দনা থেকে মেরাজুল কবির রিফাত নামে ৫ বছরের শিশুকে অপহরণের ১দিন পর বুধবার নেত্রকোনার আটপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অহপরণের সাথে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার খিলা গ্রামের নূর মুহাম্মদের ছেলে আরিফকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তালুকদুলালী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেরাজুল কবির রিফাত গাজীপুরের চান্দনা থেকে মঙ্গলবার অপহৃত হয়। অপহরণের পর রিফাতের বাবা জয়দেবপুর থানায় একটি অপহরণ মামলা করে। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার বেলা ১১ টার দিকে নেত্রকোনা আটপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করে। রিফাতের বাবা গাজীপুরের একটি বায়িং হাউজে কর্মরত বলে জানা যায়।

কামাল হোসাইন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।