নেত্রকোনায় হিজড়াদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু
নেত্রকোনা জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে মঙ্গলবার থেকে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। সমাজসেবা অফিসের সম্মেলন কক্ষে ৫০ দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে।
জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩১জন হিজড়া ৫০ দিনব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। মঙ্গলবার সকাল ১০টায় সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম বজলুর কাদের শাহজাহান, জেলা প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, হিজড়া তমা, স্বপ্না, পলাশ। সভা পরিচালনা করেন নেত্রকোনা শহর সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, এ প্রশিক্ষণের মধ্য দিয়ে হিজড়াদের আচরণগত পরিবর্তন ও তারা কর্মসংস্থানের সুযোগ পাবে। প্রশিক্ষণে যারা ভালো করবে তাদের কম্পিউটার ও ঋণের সুযোগ করে দেওয়া হবে।
কামাল হোসাইন/এসএস/আরআইপি