প্রাণ ও স্কয়ার`র সৌজন্যে হবিগঞ্জ পুলিশকে পিকআপ প্রদান


প্রকাশিত: ০১:০২ পিএম, ১৩ মে ২০১৫

হবিগঞ্জ পুলিশকে প্রাণ-আরএফএল ও স্কয়ার গ্রুপের পক্ষ থেকে একটি পিকআপ গাড়ি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার মঞ্জুরুল হক, স্কয়ার গ্রুপের ম্যানেজার অপারেশন ইফতেখার শোয়েব, প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি মো. নাহিজ, সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফরিয়াদ, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালিম, জিটিভি প্রতিনিধি মো. নুরউদ্দিন প্রমুখ। পরে দাতা শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার মঞ্জুরুল হক।

দেশের দু’টি খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার দেয়া গাড়িটি শায়েস্তাগঞ্জ থানা থেকে মাধবপুর থানার জগদীশপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক এবং অলিপুর এলাকায় বেসরকারি উদ্যোগে গড়ে উঠা শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হবে।

এখলাছুর রহমান খোকন/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।