ভেজাল পণ্য উৎপাদনের দায়ে কারখানায় সিলগালা


প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৬ জুন ২০১৭

মেহেরপুর সদর উপজেলার গোভিপুরে অবস্থিত মা এন্টারপ্রাইজের কারখানা সিলগালা করে দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে ভেজাল সেমাই, সরিষা তেল ও মসলা উৎপাদনের অপরাধে মা এন্টারপ্রাইজের মালিকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রামানন্দ পাল এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই কারাখানায় সিলগালা করা হয়।

ভ্রাম্যম্যাণ আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআই’র অনুমোদনের নাম ভাঙিয়ে মা এন্টারপ্রাইজের কারখানায় সেমাই, সরিষা তেল, হদুলসহ বিভিন্ন প্রকার মসলা উৎপাদন করা হয়। বিএসটিআই লগো ব্যবহার করে তা বাজারজাত করে আসছে মা এন্টারপ্রাইজের মালিক। এগুলো মান সম্মতও নয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের এসব অপরাধ পরিলক্ষিত হলে কারখানা মালিকসহ তিনজনকে আটক করা হয়। একই সঙ্গে কারখানার যাবতীয় কাজকর্ম বন্ধ করে সিলগালা করে দেয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় কারখানা মালিককে দোষী সাব্যস্ত করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল।

আসিফ ইকবাল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।