পঞ্চগড়ে আগুনে ছাই অর্ধশত ঘর
পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ পরিবারের অর্ধশত ঘর পুড়ে গেছে। শনিবার গভীর রাতে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ডাঙ্গাবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আগুনে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। রোববার বিকেলে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজাহারুল হক প্রধান ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, পরনের কাপড়সহ খাবার বিতরণ করেছেন।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের রেজাবদ্দিনের ছেলে রিকশাচালক আকিমুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের শুরু হয়। মুহূর্তে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পঞ্চগড় দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ধান, চাল, ডাল, ভুট্টা ও নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ আগুনে পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
এ ঘটনায় পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মজাহারুল হক প্রধান ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি, কম্বল ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন। এ সময় গরীনাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুবেন শর্মাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মো. বশির উদ্দিন বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। মানুষের চিৎকারে ঘুম ভাঙে। চোখ খুলেই দেখি চারদিকে আগুন। আমি দৌড়ে ঘরের বাইরে আসি। আমার ৩টি ছাগলসহ নগদ টাকা পুড়ে গেছে।
প্রতিবেশী আব্দুল করিম বলেন, হঠাৎ আগুনে ১৬টি পরিবারের কোনো ঘর রক্ষা পায়নি। বিশেষ করে শিশুদের পড়ার বই খাতাও রক্ষা করা যায়নি। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশেই অবস্থান করছেন।
আগুনে ১৬ পরিবারের ৫০টি ঘর পুড়ে যাওয়ার কথা স্বীকার করে পঞ্চগড় ফায়াস সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সফিকুল আলম/এএম/পিআর