বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নৈশকোচ চালু


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১১ জুন ২০১৭

দীর্ঘদিনের দাবি আর প্রতীক্ষার পর চালু হল পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে সরাসরি ঢাকা দূরপাল্লার নৈশকোচ সার্ভিস।

শনিবার সন্ধ্যার পর বাংলাবান্ধা স্থলবন্দরে হানিফ এন্টার প্রাইজের কাউন্টারে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ এই কোচ সার্ভিসের উদ্বোধন করেন। পর্যটকসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারীদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা গেছে, এই শুল্ক স্টেশনে ইমিগ্রেশন সুবিধা চালুর পর দীর্ঘদিনেও বাংলাবান্ধা থেকে সরাসরি ঢাকা পর্যন্ত বাস চলাচল না করায় চরম দুর্ভোগে পড়তেন পর্যটক ও যাত্রীরা। যাত্রীদের ঢাকা থেকে পঞ্চগড়, সেখান থেকে তেঁতুলিয়া এবং তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধায় যেতে হতো। এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬ টায় বাংলাবান্ধা থেকে ঢাকা এবং সন্ধ্যা পৌনে ৬ টায় ঢাকা থেকে বাংলাবান্ধা হানিফ এন্টার প্রাইজের একটি বাস যাতায়াত করবে।

জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে পর্যটক ও সাধারণ মানুষের যোগাযোগের সুবিধার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে পর্যটকরা সরাসরি ঢাকা থেকে বাংলাবান্ধা এবং বাংলাবান্ধা থেকে ঢাকা যাতায়াত করতে পারবেন।

সফিকুল আলম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।