চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১২ জুন ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত থেকে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ আজ সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহালাল (২৫)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল বিজিবির উদ্ধৃতি দিয়ে জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী রোকনপুর সীমান্ত অতিক্রম করার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় শাহালাল ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে বিজিবির কারও সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের করে পাওয়া যায়নি।

মোহা. আব্দু্ল্লাহ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।